টিআরপি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ফাইল ছবি

টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন দেশের জন্য নতুন মাইলফলক বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে টেলিভিশন রেটিংয়ের ডিজিটাল এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধনে আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আয়োজকরা জানান, বিএসসিএল টিআরপি সিস্টেম একটি বিজ্ঞান ও পরিসংখ্যান ভিত্তিক মাধ্যম যা একটি টেলিভিশন চ্যানেল অথবা চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠানের জনপ্রিয়তা নির্ণয়ের পাশাপাশি এলাকাভিত্তিক দর্শক সংখ্যা, টিভি দেখার সময়, দর্শকদের বয়স ও লিঙ্গসহ আরও বেশ কিছু তথ্য সংরক্ষণ করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদে পলক অংশ নেন।