টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক
কুমিল্লা রেল স্টেশনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে কুমিল্লা রেল স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণের মাধ্যমে সারা দেশে পাঁচ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ৭০ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ঈদের নতুন জামা তুলে দেন কুমিল্লা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. সাজেদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসকা ফার্মা কুমিল্লা জোনের সেলস ম্যানেজার মো. মুক্তার হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, ডা. রবিউল হোসেন পাটোয়ারি।
সংগঠনটির সদস্যরা হলেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছে। আগামী পাঁচ দিন ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবে তারা।
লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত সাড়ে ১৩ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন পোশাক বিতরণ ছাড়াও মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে আসছেন তাঁরা।