টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসছে, বাড়বে মেট্রোরেলের ভাড়া

Looks like you've blocked notifications!
মেট্রোরেলের ফাইল ছবি

মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট মওকুফ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনে অপারগতা প্রকাশ করায় আগামী ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসছে। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। 

মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা আগামী ৩০ জুন শেষ হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যাহতির মেয়াদ শেষে নতুন করে ভ্যাট আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করলেও তা নাকচ করা হয়। ফলে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট বসবে আগামী ১ জুলাই থেকে।