সরকার ভিনদেশি প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করছে : সালাম
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, যে বিদেশি রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে আজ তাদের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সে বিদেশি রাষ্ট্র বাংলাদেশকে যেভাবে চালাবে সেভাবেই চলবে। কিন্তু বিএনপি কারও কাছে দাসত্ব করে রাজনীতি করে না। জনগণই আমাদের মূল শক্তি।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন হলে জেলা বিএনপি ইফতার মাহফিলে আব্দুস সালাম এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম চায়নিজ রফিকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
আব্দুস সালাম বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এদের জনগণের প্রতি কোনো দায়-দায়িত্ব নেই। জনগণকে বেঁচে থাকতে হলে অধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই।
সালাম আরও বলেন, বিএনপির লড়াই গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে। এই আন্দোলনে আগে যেমন অনেকে শহীদ হয়েছে, আরও আত্মত্যাগ করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। জনতার আন্দোলন কখনও পরাজিত হয় না, গণতন্ত্রের নিশান এদেশে উঠবেই, ইনশাআল্লাহ।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত-উদ-দ্দৌলা, সাবেক মেয়র মোহাম্মদ তারেক, বিএনপিনেতা আবু তাহের খোকন, ইয়াজদানী জজ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের বাবর আলী রুম্মনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।