জিয়ার ম্যুরাল এমনি এমনি ভেঙে পড়েছে : শামীম ওসমান

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হলে (টাউন হল) প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। রাতের আঁধারের এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। যদিও সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান দাবি করেছেন, জিয়াউর রহমানের ম্যুরালটি এমনি এমনি ভেঙে পড়েছে।

আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ দাবি করেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, সুপ্রিম কোর্টের রায়ে যেখানে বলেছে জিয়াউর রহমানের ক্ষমতাগ্রহণ অবৈধ তখন তো তার ম্যূরাল থাকারই কথা না। চলতি মাসের ২ তারিখ টাউন হল কমিটির মিটিংয়ে চিঠি ইস্যু হয়েছে। ৪ তারিখের মিটিংয়ে যা ভাঙার সিদ্ধান্ত হয়েছে। রাজউকের তালিকায়ও এটা ঝুঁকিপূর্ণ। আমরা জানি এটা ভাঙা হবে তাহলে ৩ তারিখে কেন ভাঙব। এত দিন ভাঙলাম না কেন?

শামীম ওসমান বলেন, হয়তো এমনি এমনি ভেঙে পড়েছে। তারা এ ভাঙা নিয়ে ইস্যু সৃষ্টি করবে। এ ইস্যু সৃষ্টি করে এখানে যারা স্বাধীনতার পক্ষের শক্তি কিংবা বাংলাদেশের প্রকৃত ইতিহাস যেন এখানে তৈরি না হয় সে চেষ্টা তারা চালাবে।

শামীম ওসমান আরও বলেন, জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা নিয়ে বিএনপির যে নেতা আমাকে দায়ী করছেন আমি তাদের কোনো নেতা মনে করি না। যারা আমাকে দায়ী করছে তারাই ২০০১ সালের ১৬ জুন আমাকে বোমা হামলা করে মারার চেষ্টা করেছিল। শামীম ওসমান বলেন, টাউন হলের স্থাপনাটি ভেঙে সেখানে ছয়তলা ভবন নির্মাণ করার প্রস্তাব রেখেছি জাতীয়  সংসদে। জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা নিয়ে ৭২ ঘণ্টা বিএনপি যে আলটিমেটাম দিয়েছে তাদের আলটিমেটামের শক্তি নারায়ণগঞ্জের জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন এই সংসদ সদস্য।

গত বুধবার দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন মহানগর বিএনপিনেতারা। মুরাল ভাঙার বিষয়ে বিএনপিনেতারা স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানকে দায়ী করেছেন। ম্যুরালটি পুনঃস্থাপনের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন বিএনপিনেতারা। না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তাঁরা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি সেক্টর কমান্ডার ও সাবেক রাষ্ট্রপতি। নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য আগুন নিয়ে খেলছেন। তিনি তাঁর ব্যক্তিগত উদ্দেশে এবং নিজে লাভবান হওয়ার জন্য আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে যে জিয়া হল সেটাকে ভেঙে ফেলার জন্য কার্যক্রম শুরু করেছেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে রাতের আঁধারে তার লোকজন দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল ভাঙা হয়েছে। আমরা  এই ঘটনায় তীব্র নিন্দা জানাই।