অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : অর্থপ্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শনিবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারুণী স্নান উৎসবে বক্তব্য দেন অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ছবি : এনটিভি

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য জানিয়ে অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, দেশের সকলেই যেন সরকারের উন্নয়নের আওতায় আসে, এটাই আমাদের লক্ষ্য।

আজ শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘বারুণী স্নান’ উৎসবে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অর্থপ্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সকল ধর্মীয় উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে অংশগ্রহণ করা বাঙালির বৈশিষ্ট্য। বারুণীর স্নান উদযাপন এ অঞ্চলের প্রায় দেড়শ বছরের পুরাতন ঐতিহ্য। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। সকলের কল্যাণ বিবেচনায় এই স্কিম চালু করা হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সকলকে এই স্কিমের সুবিধা নেওয়ার আহ্বান জানাই।

এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বারুণী স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।