সিরাজগঞ্জের চারটি ওভারপাস ও সেতু উন্মুক্ত

স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ

Looks like you've blocked notifications!
ঈদযাত্রায় সিরাজগঞ্জের চারটি ওভারপাস ও সেতু খুলে দেওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরবঙ্গের মানুষ। ছবি : এনটিভি

ঈদযাত্রার চতুর্থ দিনে যানবাহনের চাপ বাড়লেও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তর ও পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ। এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আজ শনিবার (৬ এপ্রিল) খুলে দেওয়া হয়েছে মুলিবাড়ি, পাঁচলিয়া, দাদপুর ওভারপাস ও দাতিয়া সেতু।

শনিবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওভারপাসগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. জান্নাত আরা হেনরী এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শামিম তালুকদার লাবু, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা।

এদিকে সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা। পুরো মহাসড়কের চিত্র এখন পাল্টে গেছে। যে কারণে এবারের ঈদে উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত এ মহাসড়ক পাড়ি দিতে যাত্রী ও চালকদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে এবছর মহাসড়কের নলকা ব্রিজ, ফ্লাইওভার ও চার লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ায় অনেকটাই স্বস্তি নিয়ে বাড়ি ফিরবে ঈদে ঘরে ফেরা মানুষ। স্বাভাবিক দিনে এই মহাসড়ক দিয়ে গড়ে ২০-২৫ হাজার যানবাহন চলাচল করলেও ঈদযাত্রায় ৩০-৩৫ হাজার ছাড়িয়ে যায়। অতিরিক্ত যানবাহনের চাপে সৃষ্টি হয় তীব্র যানজট। তবে এবার উত্তরের ঘরে ফেরা মানুষের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে, এজন্য হাটিকুমরুল মোড়ে একমাস আগে কংক্রিটের রাস্তা মেরামত করে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়ক থেকে বগুড়ার মোকামতলা হয়ে রংপুর পর্যন্ত পুরোটাই চার লেনের ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-৩) সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, আগের তুলনাই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। ঈদ করতে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে সোমবার থেকে পুরোদমে মানুষ বাড়ি ফিরবে। এবার মহাসড়কের চারলেনের সুবিধা পাবে যাত্রীরা। যে কারণে স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবে মানুষ।