পুত্রবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নীলফামারীর ডোমারে পুত্রবধূ নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি। ছবি : এনটিভি

নীলফামারীর ডোমারে শ্বশুর-শাশুড়ির হাতে পুত্রবধূ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতেই তাদের আটক করে থানা পুলিশ। আজ রোববার (৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া শ্বশুর হলেন মোস্তফা হোসেন (৫০) আর শাশুড়ি মিনি বেগম (৪৫)।

ভুক্তভোগী গৃহবধূ শেফালী বেগম (২৫) জানান, সাত বছর আগে জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী এলাকার শাহাজাহান আলীর সঙ্গে প্রেম করে বিয়ে হয় তাদের। শেফালী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত আব্দুল লতিফের মেয়ে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে সংসার করছেন তিনি। প্রেমের বিয়ের কারণে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে নির্যাতিত হওয়ার অভিযোগ করেন ওই গৃহবধূ।

গৃহবধূর শাশুড়ি মিনা বেগম বলেন, ‘ভিডিওটি রমজান মাসের আগের। কে বা কারা ফেসবুকে দিয়েছে জানি না। ওই দিন আমার একমাত্র ছেলের বউ নাতিকে মারধর করলে আমি বাধা দেই। একপর্যায় সে আমার নাতি-নাতনিকে রেখে বাড়ি থেকে পালাতে থাকে। আমরা পিছনে পিছনে দৌড়ে রাস্তায় গিয়ে ধরে বাড়িতে নিয়ে আসি।’

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী জানান, স্যোসাল মিডিয়ায় একটি নির্যাতনের ভিডিও দেখে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুর-শাশুড়িকে আটক করা হয়। আজ বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং-৭।