নরসিংদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Looks like you've blocked notifications!
আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মীম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। আজ রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় শিবপুরের দক্ষিণ সাধারচরে এ ঘটনা ঘটে।

নিহত মীম আক্তার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলনা গ্রামের  মোহাম্মদ আলীর মেয়ে। আহতরা হলো নিহতের বাবা মোহাম্মদ আলী (৪৫), ফুফু মাকসুদা আক্তার (২০) ও চাচা সাইদুল (২৪)।

জানা যায়, চরসিন্দুর থেকে সিএনজিযোগে নিহত মীম, তার বাবা, ফুফু ও চাচার সাথে ঈদের কেনাকাটা করতে নরসিংদী আসছিল। পরে শিবপুরের সাধারচরের এশিয়া মার্কেটের সামনে এলে বিপরীত দিক থেকে গাজীপুরমুখি একটি পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। এসময় আহত হয় মীমের সাথে থাকা স্বজনরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে আহত তিনজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জানান, ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেল্পার পলাতক। তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।