রাজধানীতে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, গুরুতর আহত মেয়ে
রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা এলাকার একটি বাসার দরজা ভেঙে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় গুরুতর অবস্থায় তার মেয়েকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত— বাবা মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। মশিউর রহমানের মেয়ে সিনথিয়াকে (১৩) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) পলাশ সুর এনটিভি অনলাইনকে বলেন, তাদের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আছেন। কীভাবে কী ঘটেছে সেটা তারা ভালো বলতে পারবেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী গণমাধ্যমকে জানান, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় অপরজনের দেহ মেঝে থেকে উদ্ধার করা হয়। এছাড়া মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে মেয়েটিকে গলায় ফাঁস দেওয়া হলেও প্রাণে বেঁচে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।