পাটুরিয়ায় ফেরিতে চাপ নেই, লঞ্চঘাটে বাড়ছে যাত্রী

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঈদ উপলক্ষে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ছবি : এনটিভি

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সেই চিরচেনা চাপ নেই। তবে পাটুরিয়া লঞ্চঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যা আজ সোমবার (৮ এপ্রিল) কিছুটা বেড়েছে।

এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কে এখন পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীবাহী ও অন্যান্য যানবাহন মহাসড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছে।

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথ হয়ে ঈদে বাড়ি ফিরতেন। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে এসেছে। এ কারণে এবার ঈদযাত্রা শুরু হলেও পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অন্যান্য ঈদের সময়ের চেয়ে অনেক কম।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে প্রয়োজনীয় সংখ্যক ফেরি আছে। ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরতে পারবেন।’