নবগঙ্গায় দিনভর উদ্ধার অভিযান, সন্ধান মেলেনি নিখোঁজ শিশুর
নড়াইলের লোহাগড়া উপজেলায় জুবাইদা (২) নামে এক শিশু নদীর পাড় থেকে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও ওই শিশুর সন্ধান মেলেনি।
আজ সোমবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের গৌফাডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে নিখোঁজ হয় শিশু জুবাইয়দা। সে উপজেলার জয়পুর ইউনিয়নের গৌফাডাঙ্গা গ্রামের মো.শরিফুল ইসলামের মেয়ে।
নিখোঁজ শিশুর বাবা মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে সকালে বাড়ির উঠানে খেলাধুলা করে। পরে আমি ওকে উঠানে রেখে কিছুক্ষণের জন্য বাজারে যাই। ওর মা ঘরের কাজে ব্যস্ত থাকায় মেয়ের দিকে খেয়াল রাখতে পারেনি, বাজার থেকে ফিরে এসে দেখি আমার মেয়ে জুবাইদা আর বাড়িতে নেই। আমার বাড়ির পাশের নবগঙ্গা নদীর তীরে গিয়ে মেয়ের স্যান্ডেল দেখতে পাই। তারপর আমার কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে প্রাথমিকভাবে নবগঙ্গা নদীতে উদ্ধারকাজ চালায়। তবে খোঁজ না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিস লোহাগড়া স্টেশনে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে প্রাথমিক উদ্ধারকাজ চালায়। একপর্যায়ে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তবে দিনব্যাপী নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।’
এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে একটি ডুবুরি দল এসে দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির কোনো সন্ধান পায়নি। নিখোঁজ ওই শিশু নদীতে ডুবে গেছে কি না তার পরিবার সঠিক তথ্য দিতে পারছে না।