দিনাজপুরে প্রস্তুত বড় ঈদগাহ্ মাঠ, দুই বিশেষ ট্রেনের ব্যবস্থা

Looks like you've blocked notifications!
দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠ। ছবি : এনটিভি

উপমহাদেশের সবচেয়ে বড় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামায়াত।

আয়োজকরা জানান, এবার এখানে একসঙ্গে ৬ লক্ষাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে। সে জন্য কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের যাতায়াতের জন্য দেওয়া হয়েছে দুটি বিশেষ ট্রেন।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ্ মাঠে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ২২ একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ্ ময়দানের মূল আকর্ষণ ৫০ গম্বুজ সমৃদ্ধ মিনার। এছাড়াও দুই ধারে দুটি মিনার ৬০ ফুট, মাঝের দুটি মিম্বর ৫০ ফুট এবং প্রধান মিম্বরের উচ্চতা ৫৫ ফুট। এই সব মিনার আর গম্বুজের প্রস্থ হলো ৫১৬ ফুট। মিনারের এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই দুর-দুরান্ত থেকে ভিড় করেন হাজারও দর্শনার্থী। শুধু দিনাজপুর নয় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে এখানে। ঐতিহাসিক এই ঈদগাহ্ মাঠে নামাজ আদায়ের জন্য উচ্ছ্বসিত মুসল্লিরা। পাশাপাশি তারা বলছেন বড় জামাতে নামাজ আদায়সহ দুই হাত তুলে দোয়া করলে ফজিলত রয়েছে অনেক।

ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে বলে জানালেন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।

ঈদগাহ্ মাঠের শেষ সময়ের প্রস্তুতি পরিদর্শন শেষে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, মুসল্লিদের সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঠাকুরগাঁও ও পার্বতীপুর জংশন থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

গোরে শহীদ ঈদগাহ্ মাঠে ঈদুল আজহার নামাজ শুরু হবে সকাল ৯টায় এবং প্রতিবারের মতো এবারও ইমামতি করবেন আলহাজ মওলানা সামসুল আলম কাশেমী।