ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার শহর বাইপাস পৈরতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পাশে থাকা ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এদিকে ঘটনার পর দুর্ঘটনা কবলিত বগিসহ চারটি বগি রেখে ট্রেনটি তাল শহর রেল স্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে ভোর ৪টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি কনটেইনার ট্রেন রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর পৈরতলা এলাকায় ট্রেনটির একটি বগির দুটি চাকা বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প উপায়ে ডাউনলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
আখাউড়া উদ্ধারকারী ট্রেনের লোকোসেড ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার শিকার বগি উদ্ধারে দ্রুত গতিতে কাজ চলছে। এ ঘটনায় রেল লাইন ও স্লিপারের কিছু ক্ষতি হয়েছে।’