পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকা টোল আদায়

Looks like you've blocked notifications!
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় পারাপারের অপেক্ষায় মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহণ। ছবি : এনটিভি

পদ্মা সেতুতে আট ঘণ্টায় পৌনে দুই কোটি টাকা টোল আদায় হয়েছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেতুর দুই প্রান্ত মিলিয়ে মোট টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৪৫০ টাকা। এ সময় শুধু মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে এক কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘মাওয়া প্রান্তে সাতটি বুথে টোল আদায় করা হয়। আট ঘণ্টায় এখান দিয়ে ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়। এরমধ্যে মটরসাইকেল ছিল পাঁচ হাজার ৮৬১টি। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে চার হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল মাত্র ৩১৩টি। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে।’

সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছে বলে জানান পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।