রাজধানীতে ক্ষতিকর ওষুধসহ দুজন  আটক

Looks like you've blocked notifications!

রাজধানীর লালবাগ এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ বিদেশি যৌন উত্তেজক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব যৌথভাবে এ অভিযান চালায়। 

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে সোহেল জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর লালবাগ এলাকায় যৌথ অভিযান চালায়। এ অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌন উত্তেজক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারি উদ্ধার করা হয়। এসময় ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রায়হানুর রহমান (৩১) ও মো. তাহানান জাওয়াদ (২৪)। 

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন উত্তেজক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তী সময়ে এসব ওষুধ দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।