রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু-নারীসহ দগ্ধ ৬

Looks like you've blocked notifications!
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।

আজ শুক্রবার (১২ এপ্রিল) ভোরে ভাসানটেক ১৩ নম্বর কালবার্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মেহরুন্নেছা (৬৫), সূর্য বানু (৩০), লিজা(১৮), লামিয়া (৭), সুজন (৯) ও মো. লিটন (৫২)।

স্থানীয়রা জানান, সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাস মশার কয়েলের আগুনের সংস্পর্শে এলে এই বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। পরে ভোর সোয়া ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘আজ ভোরে মিরপুরের ভাসানটেক থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ ছয়জনকে বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে মেহরুন্নেসার শরীর ৪৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, মো. লিটনের ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ ও সুজনের শরীর ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’