ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৪

Looks like you've blocked notifications!
হাসপাতালের বেডে ডেঙ্গু রোগীর ছবি ইউএনবিতে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে সাতজন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। এদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। 

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৮২৩ জন। এদের মধ্যে পুরুষ এক হাজার ১৪৬ জন ও নারী ৬৭৭ জন।