সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩

Looks like you've blocked notifications!
সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। ছবি : এনটিভি

সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন দোকানের মালিক ইউসুফ ও কর্মচারী নাহিদ। অপরজনের পরিচয় বিস্তারিত জানা যায়নি। তিনজনের মধ্যে ইউসুফ ও নাহিদের এনাম মেডিকেলে চিকিৎসা চলছে। অপরজন সামান্য দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।’