পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক স্মরণসভা
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ কে এম আজিজুল হক বিএসসি ক্যালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) রাতে তাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় বক্তারা বলেন, এ কে এম আজিজুল হক চিরদিন পাবনার সাংবাদিকদের মধ্যে বেঁচে থাকবেন। তিনি পাবনার সাংবাদিকতার ইতিহাস। যত দিন পাবনার সাংবাদিকতা, পাবনা প্রেসক্লাব থাকবে তত দিন মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মতো কীর্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারত্ব এবং মানুষের কল্যাণে তিনি নিয়োজিত করেছিলেন।
এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ।
স্মরণসভায় আরও বক্তব্য দেন সাবেক সম্পাদক উৎপল মির্জা, কল্যাণ সম্পাদক বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, কার্যকরী কমিটির সদস্য একুশে টেলিভিশন ও মানব জমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, প্রেসক্লাব সদস্য ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক বিপ্লবী সময়ের নির্বাহী সম্পাদক মো. আব্দুস সালাম, প্রেসক্লাবের সদস্য ও দি মর্নিং টাচের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন, সমাজসেবা কর্মকর্তা পল্লব ইবনে শাইখ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, শহীদ এম মনসুর আলী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শেখ আল মাহমুদ সবুজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুর আগে মরহুমের রুহের প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য একুশে টেলিভিশন ও মানব জমিনের স্টাফ রিপোর্টার আলহাজ রাজিউর রহমান রুমী।