শিবচরে পৃথক স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
মাদারীপুরে বজ্রাঘাতে নিহতের বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

মাদারীপুরের শিবচরে পৃথক স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার (৩৫) ও শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলের দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি শুরু হয়। একই সাথে বজ্রপাতও হতে থাকে। এসময় বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমিন আক্তার রান্নাঘর থেকে বসতঘরে যাওয়ার সময় উঠানের ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার মো. রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, পৃথক স্থানে বজ্রাঘাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।