পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচির সূচনা 

Looks like you've blocked notifications!
মুজিবনগর স্মৃতিসৌধে বুধবার সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচির সূচনা হয়। ছবি : এনটিভি

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে কেন্দ্রীয়ভাবে পালিত হয় দিবসটি। এ বছর দিবসটি পালনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় সূর্যোদয়ের পরেই মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের কর্মসূচির সূচনা হয়।

এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্তসহ আনসার ও পুলিশ সদস্যরা। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এ ছাড়াও সকাল ৯টায় মুজিবনগর দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুজিবনগর স্মৃতিসৌধে পুস্তক অর্পণ করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে।  

সকাল ১০টা ৪৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথম সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ডা. সৈয়দা জাকিয়া নুর (লিপি)।

এ ছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও আইনজীবী আফজাল হোসেন। আলোচনা সভায় অংশ নেবেন আওয়মী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা, মন্ত্রী ও স্থানীয় নেতাকর্মীরা। 

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল মাইলস। সন্ধ্যা সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিকেন্দ্রের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো ও আতশবাজির আয়োজন রয়েছে।