ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে ‘হোম শেফ ফুড ফেস্টিভ্যাল’

Looks like you've blocked notifications!
ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুড অন্টাপ্রেনিওরস অব বাংলাদেশ পাওয়ার্ড বাই লাবণ্য বাই ইসরাত গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর হস্তান্তর করা হয়। ছবি : সংগৃহীত

ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের সঙ্গে সঙ্গে এখন থেকে মিলবে ঘরে তৈরি বিভিন্ন ধরণের খাবারের আয়োজন। সম্প্রতি ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুড অন্টাপ্রেনিওরস অব বাংলাদেশ পাওয়ার্ড বাই লাবণ্য বাই ইসরাত গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে ঘরোয়া সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনিওরস অব বাংলাদেশের পক্ষে গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা এবং ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের পক্ষে নির্বাহী পরিচালক সুরাইয়া আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট প্রতি সপ্তাহে রাজধানীর আগারগাঁও আইসিটি রোডে শুক্র ও শনিবার বসে। ঈদের বন্ধের পর এ সপ্তাহ থেকে এসএমই পণ্যের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন হোমমেড ফুডের উদ্যোক্তারা। 

এই সমঝোতা স্মারকের মধ্যে দিয়ে উদ্যোক্তাদের কল্যাণে তথ্য, জ্ঞান এবং সর্বোত্তম অনুশীলন বিনিময়ের মাধ্যমে নলেজ শেয়ারিং কার্যক্রম গ্রহণসহ উভয় প্রতিষ্ঠান প্রচারণা বৃদ্ধিতে ব্র্যান্ডিং ও পিআর নিয়ে একসঙ্গে কাজ করবে। 

হোমমেড ফুড অন্ট্রাপ্রেনার্স অব বাংলাদেশের পক্ষে গ্রুপ হেড ইসরাত জাহান মমতাজ মওলা ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডমিন প্যানেল সদস্য নিপা বাশার, জুলিয়া শারমিন রাত্রি, ইফফাত জাহান মিলা। ঐক্য ফাউন্ডেশন, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের পক্ষ থেকে  উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুরাইয়া আলম, পরিচালক (বাণিজ্যিক সম্পৃক্তকরণ উইং) জান্নাতুল ফেরদৌস, ঐক্য ফাউন্ডেশন পরিচালক ও ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের চিফ অপারেটিং অফিসার আরিফুল হক, ঐক্য ফাউন্ডেশন পরিচালক ও ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেটের চিফ কমার্শিয়াল অফিসার রাজিব হাসান, মাজেদা খানম বীথি, পরিচালক প্রেস অ্যান্ড পাবলিকেশন্স, ঐক্য ফাউন্ডেশন  এবং ঐক্য ফাউন্ডেশন পরিচালক ও লিগ্যাল ডিভিশন হেড এডভোকেট মাসুমা মিথিলা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যম ও শিল্প উন্নয়ন কর্মী চ্যানেল আইয়ের উপস্থাপক অপু মাহফুজ।

ইসরাত জাহান মমতাজ মওলা বলেন, ‘স্বাক্ষরিত এই এমওইউয়ের মাধ্যমে ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট ও হোমমেড ফুড অন্টাপ্রেনার্স অব বাংলাদেশ গ্রুপের মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হলো। নারীর ক্ষমতায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। নারীদের ব্যবসা-বান্ধব অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে বলে তিনি আশাবাদী।