দক্ষ জনশক্তি আমদানিতে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় কিরগিজ রিপাবলিক
দক্ষ জনশক্তি আমদানিতে বাংলাদেশকে অগ্রাধিকার দিতে চায় মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজ রিপাবলিক। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কও জোরদার করতে চায় দেশটি।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে গাজীপুরে বেক্সিমকো শিল্প পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা সফররত কিরগিজ রিপাবলিকের উপপররাষ্ট্রমন্ত্রী আভাজবেক আতাখানভ।
কিরগিজ রিপাবলিকের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা বেক্সিমকো শিল্প পার্কে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা সৈয়দ নাভিদ হুসাইন।
পরে বেক্সিমকো গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন অতিথিরা।
এ সময় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পকারখানার উৎপাদন সুবিধা এবং আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিরগিজ রিপাবলিকের দায়িত্বে থাকা উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ এবং সিআইএস পরিচালক মোহাম্মদ আল আলামুল এমাম, কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক লিরা সাবিরোভা প্রমুখ।
ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, নবায়নযোগ্য শক্তি, টেক্সটাইল, এলপিজি, খাদ্য ও পানীয়, স্যাটেলাইট থেকে হোম টেলিভিশন, পিপিই, মিডিয়া, আইসিটি, রিয়েল এস্টেট, আর্থিক পরিষেবা এবং ভ্রমণ ও পর্যটনসহ বিস্তৃত শিল্পে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও বৈশ্বিক অর্থনীতিতে বেক্সিমকো গ্রুপের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন কিরগিজ উপপররাষ্ট্রমন্ত্রী।
পরে বেক্সিমকো শিল্প পার্কের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।