প্রথম মৃত্যুবার্ষিকীতে গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ সভা

Looks like you've blocked notifications!
গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিশিষ্টজনরা। ছবি : এনটিভি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের এক নতুন পরিচয় উন্মোচন করে গেছেন। তিনি সব কিছু ছাপিয়ে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে থাকবেন এ দেশের মানুষের হৃদয়ে।

গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিকল্প চিন্তার অগ্রপথিক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ে এক স্মরণ সভায় বিশিষ্টজনরা এ কথা বলেন।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, এনজিও ব্যক্তিত্ব ফরিদা আক্তার, সাবেক বিচারপতি আব্দুর রউফ, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে একটি সংগ্রহশালা স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়।