‘ছাদ থেকে পড়ে’ শিশুর মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ফাইল ছবি

রাজধানীর বংশালে বাসার ছাদ থেকে নিচে পড়ে উরাইশিদ ইসলাম আয়ান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ( ২৭ এপ্রিল) বংশাল আলু বাজার হাজী ওসমান গনি রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, আলু বাজার হাজী ওসমান গনি রোডে তাদের নিজেদের বাড়ি। আয়ান বাড়িটির ৪র্থ তলায় পরিবারের সাথে থাকত। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে সে। আর তার বাবা আমিনুল ইসলাম ইমন বংশালে মোটর পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়। 

মকবুল হোসেন আরও জানান, সারাদিন বাসাতেই ছিল আয়ান। দুপুরে তিনি জানতে পারেন, বাড়ির ষষ্ঠ তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।