বনানীতে বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/27/bnaanii_phesbuker_ttraaphik_elaartt_grup_1.jpg)
রাজধানীর সেনামালঞ্চের সামনে যাত্রীবাহী বাসের আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপ থেকে নেওয়া
রাজধানীর বনানীর সেনামালঞ্চের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও আগুনে সূত্রপাত কীভাবে, তা এখনও নিশ্চিত না।
লিমা খানম বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। আর সম্পূর্ণ নির্বাপন শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।