দেড় হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলকে পদ্মা সেতু
পদ্মা সেতু এক হাজার ৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে। দেশের বৃহত্তম এই সেতু চালু হওয়ার পর থেকে গতকাল শনিবার (২৭ এপ্রিল পর্যন্ত) এক হাজার ৫০২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
আজ রোববার (২৮ এপ্রিল) পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে এক কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ এক হাজার ২৩২টি। আর জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯হাজার ৮৬৩টি।
পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে বলেও জানান পদ্মা সেতুতে দায়িত্বরত এ কর্মকর্তা।
২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধনের পরদিন থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। সেতু চালু হওয়ার পর প্রথম দিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন সেতু ব্যবহার করেছিল। সেদিন টোল আদায় হয় দুই কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।