বর্ষা মৌসুমে এবার বৃষ্টিপাত বেশি হতে পারে, বন্যার আশঙ্কা
আবহাওয়ার বৈরী আচরণের প্রভাবে সামনের বর্ষা মৌসুমে এবার দেশে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। তারা বলছেন, অতিবৃষ্টির কারণে বড় বন্যারও আশঙ্কা রয়েছে এবার। দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চলে প্রতিবছর যে বন্যা হয়, এবার তা রূপ নিতে পারে ব্যাপক আকারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যার গড় ছিলে মাত্র এক মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। সার্বিক গড়ের ৮১ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে ২০২৪ এর এপ্রিলে।
দক্ষিণ এশিয়ার আবহাওয়া বিশেষজ্ঞদের সম্মেলনে এবার এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবার কথা বলা হয়েছে। বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আসছে বর্ষায় দেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে বলেই মত আবহাওয়াবিদদের।