সকালের মধ্যে বৃষ্টি নামতে পারে যেসব জেলায়
গতকাল রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি নামে। তাপপ্রবাহের শহরে কিছুটা শান্তি আসে। গরমও খানিকটা প্রশমিত হয়। অন্যদিনের তুলনায় আজ শুক্রবার (৩ মে) তাপমাত্রার কারণে অস্বস্তি কিছুটা কম ছিল। এমন এক পরিস্থিতিতে আরও বৃষ্টির দিকে তাকিয়ে আছে মানুষ। সে সময় সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানোনো হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার বার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ কমতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আবহাওয়ার বার্তায় বলা হয়েছে। আগামীকাল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।