নেত্রকোনায় কম্বাইন হারভেস্টার দিয়ে ফসল কর্তন ও মাঠ দিবস
নেত্রকোনার আটপাড়ায় রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টার দিয়ে ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জেলার আটপাড়ার শ্বরমুশিয়া ইউনিয়নের অভয়পাশার হোসেনপুর গ্রামে আজ শনিবার (৪ মে) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুন্নাহার নিপা, সহকারী কমিশনার ভূমি নিলুফার ইয়াসমিন নিপা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখাসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষক এবং আওয়ামী লীগের নেতারা।