জাতীয় সংসদে লোডশেডিং নিয়ে ‘চ্যালেঞ্জ’ ছুড়লেন চুন্নু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/05/chunnu.jpg)
মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকার বলেছে ২৮ হাজার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে। তাহলে এই বিদ্যুৎ গেলো কোথায় ? গ্রামে লোডশেডিং হয় আমি চ্যালেঞ্জ করলাম।
আজ রোববার (৫ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ প্রশ্ন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
মুজিবুল হক চুন্নু বলেন বলেন, এই মুহূর্তে সারাদেশের মানুষ অনেক সমস্যায় আছে। তার মধ্যে দুটি সমস্যায় মানুষ খুব আক্রান্ত। একটি হলো বিদ্যুৎ। এই মৌসুমে সারাদেশে গ্রামেগঞ্জ ২৪ ঘণ্টার মধ্যে কোথাও ১২ ঘণ্টা, কোথায়ও ৮ ঘণ্টা এবং আমার এলাকায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকে। মাননীয় স্পিকার আমি জানি না, সরকার বলেছে ২৮ হাজার বিদ্যুত উৎপাদনের ক্যাপাসিটির কথা বলা হয়েছে, তাহলে এই বিদ্যুৎ গেলো কোথায় ? প্লিজ লোডশেডিং হয় আমি চ্যালেঞ্জ করলাম, তাও আবার গ্রামে। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমার এলাকার মানুষ দাওয়াত দিয়েছে, আমার এলাকার একদিন থাকার জন্য ও লোডশেডিং হয় কিনা দেখার জন্য।
মুজিবুল হক চুন্নু বলেন, যে সমস্ত বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র আছে ভাড়ার, তাদের সক্ষমতার ৪১ শতাংশ সক্ষমতা থাকার পরেও বসে আছে এবং ২২-২৩ আর্থিক বছরে বসে থাকার কারণে ভাড়া বাবদ ২৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আগের পার্লামেন্টে গত অধিবেশনে আমি বলেছিলাম, আমার এলাকায় প্রায় বিদ্যুত চলে যায়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন, আমি আজকে চ্যালেঞ্জ চাই না। আমি চাই সশরীরে উনি আমার এলাকায় একটু যাবেন, যে কয় ঘণ্টা কারেণ্ট থাকে।