সাংবাদিকের ওপর হামলা : ইউপি চেয়ারম্যান কারাগারে
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ওরফে জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
কোর্ট পুলিশের পরিদর্শক সিবেন্দ্র দাস জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তাঁর ভাই হামলার শিকার হন। ওই এলাকায় জাকারিয়া ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পাশাপাশি বসবাস করেন। দুই পক্ষের গ্রামের বাড়ি সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে। তারা একে-অপরের আত্মীয়। ওই দিনের হামলায় জাকারিয়া ও তাঁর ভাই আহত হন। এরপর জাকারিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে দিরাই থানায় একটি মামলা করেন। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন মোয়াজ্জেম।
ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই) হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক ইসরাত জাহান শুনানি শেষে মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।