মহিলা দলের নেত্রী রাজিয়া আলিম কারাগারে
জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার (১৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই আদেশ দেন।
আইনজীবী ঢাকা বারের সাবেক সেক্রেটারি মোসলেহ উদ্দিন জসিম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজিয়া আলিমকে আদালত থেকে নাশকতার মামলায় কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডের পরে আজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সভানেত্রী রাজিয়া আলিমের পক্ষে শুনানি করেন মোসলেহ উদ্দিন জসিম ও অ্যাডভোকেট রাশিদা আলিম।
নথি থেকে জানা গেছে, রাজধানীর বংশালে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। পরে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।