তাপপ্রবাহে কিশোরগঞ্জে ২৫ শিক্ষার্থী অসুস্থ
তাপপ্রবাহজনিত তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ থেকে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে বিদ্যালয়ের দোতালায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অসুস্থ সবাই প্রথম শ্রেণির একটি কক্ষে ক্লাস করছিল। প্রথমে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থতা অনুভব করতে থাকে। পরে অন্য শ্রেণিগুলোতে গিয়ে একই চিত্র দেখা যায়। অসুস্থ এসব শিক্ষার্থীকে প্রথমে স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাকদের ডেকে এনে বাড়ি পাঠানো হয়। পরে স্কুল ছুটি দেওয়া হয়। অসুস্থ এক শিক্ষার্থী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার।
হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, ‘ক্লাস করার সময় কয়েক শিক্ষার্থী হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। গরমে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। আমরা তাদের মাথায় পানি ঢালাসহ প্রাথমিক সেবা দেই এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বলেন, গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিল। এ ছাড়া আগে থেকেই কয়েকজনের জ্বর ছিল। কয়েকজন আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে থাকতে পারে। সবাইকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু জানান, বিদ্যালয়টি ঘনবসতিপূর্ণ আবদ্ধ পরিবেশে অবস্থিত। গরমে কয়েকজন অসুস্থ হওয়ার পাশাপাশি কয়েকজন আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছে। কারো অবস্থাই গুরুতর নয়।