ফেনীতে বজ্রাঘাতে ২ শিক্ষার্থীর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়ায় বজ্রাঘাতে মাহাদি হাসান (১৭) ও শাহীন মাহমুদ অভি (১৫) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার রাধানগর ইউনিয়ন ও ঘোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মাহাদি হাসান রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। সে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্নাতকে ভর্তিচ্ছু ছিল। অপরদিকে নিহত শাহীন মাহমুদ অভি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ লাঙ্গল মোড়া ইউনিয়নেরর ৬নং ওয়ার্ডের জালাল মাস্টার বাড়ির ফজলুল করিমের ছেলে। সে নিজকুঞ্জরা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বৃষ্টি শুরু হলে মাঠে গরু আনতে যায় তারা। হঠাৎ বজ্রাঘাতে সেখানেই তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারাফ হোসেন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তাঁদের বাড়িতে গিয়েছি। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’
গোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন ‘শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে আমি হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি। মরদেহ দাফনের জন্য বাড়িতে পাঠিয়েছি। যেকোনো প্রয়োজনে আমরা তার পরিবারের পাশে থাকব।’
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ‘দুপুরে বজ্রাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’