স্বর্ণ ছিনতাইকালে জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা
চট্টগ্রামে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন খুলশী থানার উপপরিদর্শকসহ (এসআই) দুজন। আজ রোববার বিকেলে খুলশী থানার টাইগার পাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, আব্দুল খালেক নামে এক ব্যক্তি বিদেশ থেকে তাঁর ভাইয়ের পাঠানো ২০০ গ্রাম ওজনের ৮টি চুড়ি নিয়ে কোতোয়ালি থানার দিকে যাচ্ছিলেন। টাইগারপাস এলাকায় তাঁর গাড়ি থামিয়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আসা পুলিশসহ তিনজন তাঁর গতিরোধ করে স্বর্ণ ছিনিয়ে নেয়। এ সময় তাঁর চিৎকারে লোকজন জড়ো হয়ে তাঁদের ঘিরে ফেলে।
নগরীর খুলসী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম ও তাঁর সোর্স শহিদুল ইসলাম স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের ধরে ফেলে। পরে খুলশি থানা পুলিশ তাদের দুজনকে আটক করে নিয়ে যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জাহাঙ্গীর জানান,
এসআই আমিনুলের বিরুদ্বে মামলা এবং তাকে সাময়িক বরখাস্ত করেছে সিএমপি।