শার্শায় প্রেমঘটিত কারণে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে পূর্বশত্রুতার জেরে এবং প্রেমঘটিত কারণে স্থানীয় হাসান মেম্বারসহ ১০-১২ জন মিলে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন। এ সময় তাঁর ভাই শরিফুল ইসলাম বকুলকেও (৩৫) মারাত্মকভাবে আহত করা হয়।
গত বুধবার (২২ মে) রাত ১০টার দিকে উপজেলার ৬ নম্বর উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের এ ঘটনা ঘটে।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সাইফুল ইসলাম মুকুল মারা যান। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার শার্শা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। এ মামলায় পুলিশ হাসান মেম্বরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন হাসান মেম্বর (৩৫), তাজ উদ্দিন (৪৫) ও কামরুজ্জামান (৩৭)।
স্থানীয়রা জানায়, কন্যাদাহ গ্রামের এক মেয়ের সঙ্গে স্থানীয় আনিসুর রহমানের ছেলে নয়ন হোসেনের (১৮) দীর্ঘদিন ধরে প্রেম ও শারীরিক সম্পর্ক রয়েছে। এ রকম একটি ঘটনা জানতে পেরে হাসান মেম্বারসহ ১০-১২ জন নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যায়। এ সময় নয়নকে না পেয়ে পূর্বশত্রুতার জেরে মুকুল ও বকুলকে মেরে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে। পরে লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত সাইফুল ইসলাম মুকুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে সাইফুল ইসলাম মুকুল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে মারা যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, নিহত মুকুলের ফুফাত ভাইয়ের সঙ্গে ইউপি সদস্যের এক আত্মীয়র প্রেমঘটিত কারণসহ পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।