ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে ৯ জনের প্রাণহানি
উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রিমারের তাণ্ডবে সারা দেশে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। অনেক অঞ্চলে জলোচ্ছাসের কারণে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। রিমাল তাণ্ডবে এখন পর্য়ন্ত দেশের পাঁচ জেলায় ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
গতকাল রোববার (২৬ মে) থেকে আজ সোমবার (২৭ মে) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী,চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
সাতক্ষীরায় বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শওকত মোড়ল (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়ের ছেলে।
ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী। এছাড়াও ভোলায় আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগর বাজারের পাশে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিরিক্ত স্রোতে তলিয়ে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে উপজেলার ধুলাস্বার ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে।
এ ছাড়া রিমালের তাণ্ডবে বরিশাল নগরীর রুপাতলী এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে দেওয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই এলাকার লোকমান হোটেলের মালিক লোকমান ও কর্মী মোকসেদুর রহমান। এ ছাড়াও জেলায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।