হত্যা মামলায় বাবাছেলেসহ ১০ জনের যাবজ্জীবন
জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল হত্যা মামলায় পিতাপুত্র, নাতিসহ ১০ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মো. নূরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে জয়নাল মণ্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেল হকের ছেলে মাহফুজার রহমান ও মাসুদ, মো. বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দিনের ছেলে সামসুদ্দিন ও আলমগীর হোসেন আলম মিয়ার ছেলে আলমগীর হোসেন আলম মিয়া। আসামিরা সবাই কৃষক।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিল। তখন আব্দুস সামাদের দুই ছেলে সাইদুল ও শরীফুল তাদের বাধা দিলে আসামিরা সাইদুল ও শরীফুলকে মেরে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাইদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই মারা যান।
এ ঘটনায় নিহ সাইদুলের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি হত্যা মামলা করলে শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।