সাভারে শ্রমিক-মালিক-পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৫
সাভারের আশুলিয়ায় চীনের মালিকানাধীন একটি কারখানায় শ্রমিক, মালিক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২৫ জন। আজ শনিবার (১ মে) সকালে আশুলিয়ার খেজুরবাগান এলাকার সিনজিয়া ক্যাপস অ্যান্ড ব্যাগস কোম্পানি লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় এক হাজারেরও বেশি শ্রমিক দীর্ঘদিন ওভারটাইমসহ নানা দাবি জানিয়ে আসছিলেন। দাবিদাওয়া নিয়ে শনিবার সকালে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের কথা কাটাকাটি হয়। এ সময় মালিকপক্ষের লোকেরা হামলা চালায় শ্রমিকদের ওপর। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ ছাড়াও লাঠিচার্জ করে শ্রমিকদের ওপর। তিন পক্ষের সংঘর্ষে আহত হয় ২৫ জন।
মালিকপক্ষের অভিযোগ, এ সময় কারখানাটিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি ছিল থমথমে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে আশুলিয়ায় একটি কারখানার শ্রমিক ও মালিক পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে তিন পক্ষের অন্তত আহত ২৫ জন আহত হয়েছে।