রেলকে ব্যবহার করে কাউকে সুবিধা নিতে দেওয়া হবে না : রেলমন্ত্রী
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দিব এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নিবে এটা দিতে আমরা রাজি না।
গতকাল শনিবার (১ জুন) জেলার পাংশা উপজেলায় কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, মাঝে মাঝে ইঞ্জিন বিকল হওয়ার কারণে দুই একটি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা ইতিমধ্যে ভারত থেকে ২০০ বগি আনার জন্য চুক্তি করেছি।
এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০টি বগি আসবে। এ বিষয়ে খুব তাড়াতাড়িই চুক্তি করা হবে।