চারজন মিলে ট্রাক থেকে ফেলে দিল দুই লিচু ব্যবসায়ীকে
সিরাজগঞ্জে অজ্ঞাত এক লিচু ব্যবসায়ীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ট্রাক থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ সময় হেলাল শেখ নামে আরেক লিচু ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ জুন) রাতে জেলার ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত লিচু ব্যবসায়ীকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামে।
ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ট্রাকে করে লিচু নিয়ে সিরাজগঞ্জে আসছিল দুই ব্যবসায়ী। পথে আরও দুজনকে ট্রাকে তোলেন চালক। পরে চালক-হেলপারসহ চারজন মিলে ওই লিচু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় ট্রাক থেকে ফেলে দেয়। এতে অজ্ঞাত এক লিচু ব্যবসায়ী মারা যান এবং একজন আহত হয়।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘নিহত লিচু ব্যবসায়ীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’