দাঁড়ানো পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত-২

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা পাইপ বোঝাই একটি পিকআপের পেছনে চিনি বোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে পিকআপচালক ও ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার (৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করেছে।
পুলিশ জানায়, আজ সকালে উপজেলার হাজি শরীয়তুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় পাইপ বোঝাই একটি পিকআপ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি চিনি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ও পিকআপটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকচালক মো. উজ্জ্বল (৩৫) এবং পিকআপের পিছনে দাঁড়িয়ে থাকা চালক মো. রায়হান (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাকচালক উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজরাপুর গ্রামের মো. ইসার ছেলে আর রায়হান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মো. মোজাহার আলীর ছেলে।
শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নিয়ে রেখেছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকটি ধাক্কা দিলে পিকআপের পিছনে দাঁড়িয়ে থাকা পিকআপচালক ও ট্রাকচালক দুজনেই নিহত হয়েছেন। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলাও প্রক্রিয়াধীন।