নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ সোমবার (১০ জুন) দুপুরে আসামিদের উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতোয়ালির মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল।
কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডাদেশপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।