গোপালগঞ্জে ভূমিসেবা সপ্তাহে ১৩ স্টলে চলছে দ্রুত সেবা
গোপালগঞ্জে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধনের পর থেকে প্রতিদিন শত শত মানুষ সেখান থেকে দ্রুত সেবা পাচ্ছেন। গত ৮ জুন (শনিবার) সকালে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৪। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সুশাসন চত্বরে এ ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী মেলায় ১৩টি স্টলে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহন, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ, অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা, জরিপ সংক্রান্ত বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি প্রদান এবং সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন সেবা প্রদান করা হচ্ছে। সোমবার (১০ জুন) পর্যন্ত মোট ৩২৩ জনকে ১৩ ধরনের বিভিন্ন প্রকার সেবা দেওয়া হয়। এছাড়া প্রতিটি উপজেলা ভূমি অফিসে এই ভূমিসেবা মেলার মাধ্যমে একইভাবে সেবা দেওয়া হচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের মায়ারানী বিশ্বাস জানান, আমি আজ সোমবার সকালে আবেদন করেই মাত্র ২ ঘণ্টার মধ্যে পর্সাটি পেয়েছি। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে দ্রুত সময়ের মধ্যে এটি হাতে পাব।
গোপালগঞ্জ চর সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের মাওলানা মিজানুর রহমান জানান, বি আর এস দাগের সূচিপত্রের জন্য আজ সোমবার আবেদন করি। স্বল্প সময়ের মধ্যে রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর প্রবীর বিশ্বাস আমার হাতে সূচিপত্রটি তুলে দেন। এতে আমার সময় বেঁচেছে। হয়রানি থেকেও মুক্ত হয়েছি। ভূমিসেবা সপ্তাহ আসলে সরকারের একটি ভালো উদ্যোগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা জানান, জেলার নাগরিকরা যাতে সহজে ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা পায় তার জন্যই এ মেলার আয়োজন। মেলা শুরুর পর থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করছেন।