কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণে তৎপর ডিএসসিসি, হটলাইন চালু
কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণে তৎপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে এসব বর্জ্য অপসারণ করতে চান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এজন্য ডিএসসিসি চালু করেছে হটলাইন। নিজ এলাকার বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে নিয়ন্ত্রণ কক্ষের হটলাইনে ফোন দিয়ে কর্তৃপক্ষকে জানানো যাবে।
আজ শুক্রবার (১৪ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের। তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জনসাধারণকে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।