দিনাজপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত
দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত দিনাজপুর গোর এ শহীদ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হয়। জামাতে ইমামতি করেন মাওলানা সামশুল আলম কাশেমী।
নামাজে অংশ নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই বৃহত্তম ঈদ জামাতে মুসল্লিদের যাওয়া আসার জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ট্রেন দুটি ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে দিনাজপুর আসে। নামাজ শেষে ঠাকুরগাঁও পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মোনাজাতে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া করা হয়। ঈদুল আজহার নামাজে দিনাজপুর ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে মুসল্লিরা এই বৃহৎ জামাতে নামাজ আদায় করেন। ২২ একর জায়গায় গোর এ শহীদ ময়দানে ঈদুল আযাহার জামাতে সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ করা হয়। র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করেন।