সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বিক্রি হচ্ছে না দিনাজপুরে
সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া বিক্রি হচ্ছে না দিনাজপুরে। কাঁচা চামড়া প্রকারভেদে ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকায় কিনছেন চামড়া ব্যবসায়ীরা। ছোট গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকায়। খাসির চামড়া ব্যবসায়ীরা না কেনায় ফেলে দিতে হচ্ছে মৌসুমি ব্যবসায়ীদের।
দিনাজপুরের সবচেয়ে বড় চামড়ার বাজার রামনগর বাজার। এই রামনগর চামড়ার বাজারে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় ও জয়পুরহাট থেকে চামড়া নিয়ে এসে বিক্রি করা হতো। এখন আর সেই রমরমা বাজার নেই। কয়েক বছর থেকে চামড়ার বাজারে ধস নেমেছে।
এ বছর মৌসুমি ব্যবসায়ীরা পাড়া-মহল্লা থেকে বেশি দামে চামড়া কিনে লোকসানের শিকার হয়েছেন। চামড়া কিনে তাদের মাথায় হাত।
এদিকে চামড়া ব্যবসায়ীরা এই দায় নিতে চান না। সরকারের বেঁধে দেওয়া দামের কথা বললেও বাস্তবে চিত্র ভিন্ন।
দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জুলফিকার আলী স্বপন বলেন, লবণের দাম বেড়েছে, প্রতিবস্তা লবণ ১১২০ টাকা, তার উপর পরিবহণ খরচ রয়েছে। সবকিছু মিলিয়ে তাদের খরচ এখন অনেক বেশি। মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে বেশি টাকার আশায় বেশি দামে চামড়া কিনলে আমাদের কোন দায় নেই। এই দায় তাদের।