নিম্ন আদালত খুলছে বুধবার
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিকসহ টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১৮ জুন)। আগামীকাল বুধবার খুলবে ঢাকাসহ দেশের সকল নিম্ন আদালত। তবে, সুপ্রীমকোর্টের ছুটি আরও কিছু দিন থাকবে।
ত্যাগের মহিমায় সারা দেশে সোমবার পালিত হয় মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) তিন দিন ছুটি। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। এ কারণে এবারের ঈদের ছুটি পড়েছে পাঁচ দিন। ফলে টানা পাঁ চদিন ঈদের ছুটি শেষে আগামীকাল বুধবার আদালতপাড়ায় দেখা যাবে বিচারক-আইনজীবী ও বিচারপ্রার্থীদের।
ঢাকার নিম্ন আদালতের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ঈদে আদালত বন্ধ থাকায় অনেক বিচারপ্রার্থী জামিনের আবেদন করতে পারেননি ও অনেকে দেওয়ানী মামলা দায়ের করতে পারেননি। আগামীকাল থেকে আদালত খুললে জামিনের আবেদনসহ শুনানি ও দেওয়ানি সব মামলা দায়ের করা যাবে।